আগরতলা, ৭ জানুয়ারি: ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ১৩ কোটি টাকা মঞ্জুর করেছে সরকার। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা।
এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতি কমাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ১৩ কোটি টাকা মঞ্জুর করেছে সরকার। যার ফলে মোট বরাদ্দ ২৫ কোটি টাকায় পৌঁছেছে। এই তহবিল রাজস্ব বিভাগের (দুর্যোগ ব্যবস্থাপনা) মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে।