আগরতলা, ৬ জানুয়ারি : নেশা সামগ্রী বিক্রয় করে এলাকার ছেলেদের জীবন ধ্বংস করে দিচ্ছে জাহানা খাতুন এবং নাসিমা খাতুন। এমন অভিযোগে আজ আমতলী থানায় ডেপুটেশন উক্ত থানার অন্তর্গত এলাকাবাসীর পক্ষ থেকে প্রদান করেছে।
প্রসঙ্গত, নেশা সামগ্রী বিক্রি করে এলাকার ছেলেদের আসক্ত করছে জাহানা খাতুন এবং নাসিমা খাতুন। এমনটাই অভিযোগ তুলেছেন আমতলী থানাধীন এলাকার জনগণ। এভাবে চেদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন এলাকার বিভিন্ন পরিবার।
নেশার সামগ্রী কিনতে গিয়ে টাকার অভাবে মানুষের বাড়ি থেকে চুরি করে এনে বিভিন্ন জিনিস বিক্রি করে দিচ্ছে এলাকার ছেলেরা। সেই টাকা নেশা সামগ্রী ক্রয় করার কাজে ব্যবহার করছে তারা।
এসব দেখে এলাকাবাসী পুলিশকে জাহানা খাতুন এবং নাসিমা খাতুনের নেশা সামগ্রী বিক্রয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন, নয়তো তাদের এলাকা থেকে উচ্ছেদের দাবি জানায়।

