নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): “আমি দশম গুরু সর্বংসদানি শ্রী গুরু গোবিন্দ সিং জিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করি”। সোমবার এক্সবার্তায় শিখগুরুকে এভাবে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁকে আমার অশেষ শ্রদ্ধা জানাই। গুরু গোবিন্দ সিং জি সংস্কৃতি, আত্ম-ধর্ম এবং মানবতার সুরক্ষার জন্য তাঁর সমস্ত কিছু উৎসর্গ করেছিলেন। মৌলবাদী আক্রমণকারীদের মুখে তাঁর নীতিতে অটল ছিলেন। ত্যাগ, বীরত্ব ও নিষ্ঠার প্রতীক, তাঁর জীবন অনন্তকাল সকলকে পথ দেখাবে।”
প্রসঙ্গত, গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। শিখ সমাজে গুরু গোবিন্দ হলেন আদর্শ পৌরুষের প্রতীক। তিনি তাঁর উচ্চশিক্ষা, দক্ষ অশ্বচালনা, সশস্ত্র যুদ্ধবিদ্যায় পটুতার জন্য প্রসিদ্ধ।