সেবাও সহায়তা পরিষদ এর দশম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির

আগরতলা, ৫ জানুয়ারি : সেবাও সহায়তা পরিষদ এর দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ক্রীড়া মন্ত্রী, প্রাণী বিকাশ মন্ত্রী, মেয়র দীপক সহ অন্যানরা।

প্রসঙ্গত, রবিবার সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়, তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় বলেন, রক্তদান যারা করছেন, তাঁরা প্রতিনিয়ত করেই আসছেন। তবে সকলেই বছরে একবার হলেও রক্তদান করা উচিত।

তিনি আরো বলেন, আমাদের রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী কমিটি তথা ক্লাব যদি বছরে একবার হলেও রক্তদান শিবিরের আয়োজন করেন তবে এ রাজ্যে হয়তো কখনো রক্তসংকট দেখা দেবে না। তাই সকলেরই এই কর্মসূচি বিভিন্ন সময়ে পালন করা উচিত। এতে যারা প্রতিনিয়ত শিবিরের আয়োজন করছেন তাদের উপর থেকেও অনেকটা চাপ কম হবে।