আগরতলা, ৪ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে এক যুবককে আটক করা হয়েছে বলে জানান ওসি হিমাদ্রি সরকার।
ওসি হিমাদ্রি সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আমতলী থানার অন্তর্গত অশ্বিনী মার্কেট এলাকায় বাইক নিয়ে এক যুবক নেশা সামগ্রী পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে বাইক চালককে আটক করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।