আগরতলা, ৪ জানুয়ারি: অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান সহ একাধিক দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘন্টার গণঅবস্থানে বসে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। অতিসত্বর এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তাঁরা।
বরিষ্ট আইনজীবি পুরুষমত রায়বর্মণ বলেন, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ বিভিন্ন দাবি আদায়ে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘন্টার গণঅবস্থান পালন করে।
সে দাবিগুলো হল, নিয়মিতকরন সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ শেষে নিয়মিতকরনের স্কীম চালু করা। এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তাঁরা।