নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লির উত্তম নগরে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধভাবে তারা ভারতে বসবাস করছিল। ওই ৫ জনের কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পাওয়া যায়।
শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, উত্তর নগর থানার অধীনে, উত্তম নগর মেট্রো স্টেশনের কাছে কালি বস্তিতে ৫ অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তারা জানায়, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে তারা। তাদের মোবাইল ফোন চেক করলে বাংলাদেশের নাগরিকত্ব ও মোবাইল নম্বর পাওয়া যায়।