ভেলোরে মন্ত্রীর বাড়িতে ১১-ঘণ্টা ধরে তল্লাশি ইডি-র, গভীর রাতে শেষ অনুসন্ধান

ভেলোর, ৪ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর ভেলোর জেলায় ডিএমকে-র সাধারণ সম্পাদক এবং তামিলনাড়ুর জলসম্পদ মন্ত্রী দুরাইমুরুগানের বাড়িতে টানা ১১ ঘণ্টা ধরে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র অনুসন্ধান শেষ হয় শুক্রবার গভীর রাত ১.৩৫ মিনিটে।

নোটবন্দির সময় আরবিআই-এর গাইডলাইন লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় দুরাইমুরুগানের বাড়িতে অভিযান চালায় ইডি। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান টানা ধরে চলার পর শেষ হয় গভীর রাত ১.৩৫ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *