আগরতলা, ৩ জানুয়ারি: শীতের সকালে যান দূর্ঘটনায় অল্পেতে রক্ষা পেলেন একাধিক শ্রমিক। আজ সকালে মহারাজগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে ধাক্কা দেয় পণ্য বোঝাই লরি। সেই জায়গায় দাঁড়িয়ে ছিলেন কয়েকজন শ্রমিক। তারা অল্পতে রক্ষা পান ওই দুর্ঘটনায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে মহারাজগঞ্জ বাজারে বহি:রাজ্যের এ এস ০১ ই সি ৯৬৭১ গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টি আর ০১ এ এম ১৮৬১ নাম্বারবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি গাড়িকেও ধাক্কা দেয়। ওই ঘটনায় দাঁড়িয়ে থাকা শ্রমিকরা অল্পতে রক্ষা পায়। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে।