নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি ভবন ও উপরাষ্ট্রপতির সচিবালয় উভয় তরফেই এই বিষয়ে জানানো হয় যে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।