আগরতলা, 2 জানুয়ারি : রাজ্যের মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্রে স্বচ্ছতায় এক নম্বরে রাখার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন মন্ত্রী তথ্য স্থানীয় বিধায়ক রতন লাল নাথ। আজ মোহনপুর পুর পরিষদে উপস্থিত থেকে তিনি জনগণকে নিজের মন ও অন্তরকে স্বচ্ছ করার আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বানকে গুরুত্ব দিয়ে মোহনপুর পুর পরিষদ এলাকাকে স্বচ্ছ রাখার উদ্যোগ নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রীর কথায় পুর পরিষদের পক্ষ থেকে সাফাই কর্মীদের পারিশ্রমিকও বাড়নো হয়েছে।
মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ মোহনপুরের এসডিএম এবং ডেপুটি সিও মিলে মোহনপুরকে স্বচ্ছ শহরে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পুর পরিষদের পক্ষ থেকে ১৮ জন সাফাইকর্মীদের নিয়োগ করা হয়েছে, যারা সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত রাস্তাঘাট সাফাইয়ের কাজ করবেন।
আজ মোহনপুর পুর পরিষদের সম্মুখে ওই ১৮ জন সাফাইকর্মীদের মধ্যে গ্লাভ্স, ময়লা পরিবহনের ট্রলি ও দা বিতরণ করা হয়েছে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, তিনি পুর পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলে সাফাইকর্মীদের পারিশ্রমিক ৩৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী জরিপে মোহনপুর পুর পরিষদ এলাকার নাম রাজ্যের স্বচ্ছ শহরের মধ্যে প্রথম নম্বরে আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।