মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে সমাপ্ত ৯.২১৪ কিলোমিটার দীর্ঘ বেড়ার কাজ : স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : মণিপুরের মোরে জেলায় অবস্থিত ভারত-মায়ানমার সীমান্তে ৯.২১৪ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া সংস্থাপনের কাজ শেষ হয়েছে, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

২০২৩-২০২৪ সালের রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে, মণিপুরের মোরেতে ভারত-মায়ানমার সীমান্তে ৯.২১৪ কিলোমিটার বেড়া সংস্থাপনের কাজ শেষ হয়েছে। বেড়া বরাবর সীমান্ত-রাস্তা নির্মাণের কাজও সমান্তরালভাবে চলছে। এই প্রকল্পের বলে নিরাপত্তা বৃদ্ধি, অবৈধ আন্তঃসীমান্ত কার্যকলাপ দমনের পাশাপাশি অ্যাক্সেসযোগ্যতা উন্নত করা ছাড়াও সীমান্তরক্ষীদের টহলে সুবিধা হবে। প্ৰকল্পের কাজ করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের রিপোর্টে আরও বলা হয়েছে, উন্মুক্ত সীমান্ত চোরাচালান, অবৈধ অভিবাসন এবং জঙ্গি কার্যকলাপের একটি হটস্পটে পরিণত হয়েছে। ভারতের মণিপুর সহ উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজ্য ১,৬৪৩ কিলোমিটার দীৰ্ঘ এলাকা মায়ানমার সীমান্ত-ঘেঁষা। এর মধ্যে অরুণাচল প্রদেশ ৫২০ কিলোমিটার, নাগাল্যান্ড ২১৫ কিলোমিটার, মণিপুর ৩৯৮ কিলোমিটার এবং মিজোরাম ৫১০ কিলোমিটার দীর্ঘ এলাকা মায়ানমার সীমান্তে অবস্থিত। ১,৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ১,৪৭২ কিলোমিটার সীমান্তের সীমানা জরিপের কাজ শেষ হয়েছে।

মোরে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত শহর। গুরুত্বপূর্ণ বাণিজ্য হাব-এ বেড়া সংস্থাপন প্রকল্পটি সীমান্ত সুরক্ষিত করতে এবং উত্তর-পূর্বাঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেতরে ভারত সরকারের বৃহত্তর প্রচেষ্টার অন্যতম অংশ।

উন্নত নজরদারি ব্যবস্থার দুটি পাইলট প্রকল্পের নির্মাণ কাজ চলছে। অরুণাচল প্রদেশ এবং মণিপুরের এক কিলোমিটার করে এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে দায়িত্ব দেওয়া হয়েছে আসাম রাইফেলসকে। ২০.৮৬২ কিলোমিটার দীর্ঘ বেড়া এবং রাস্তা নির্মাণের কাজ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল বিআরও-কে, জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *