আগরতলা, ২ জানুয়ারি: বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল বেশ কিছু বাড়িঘর এবং দোকানপাট। ওই ঘটনায় সোনামুড়া স্টিল ফুড ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর ১ নং ওয়ার্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, গোমতীর চরে জমা করা বাঁশের ছিলায় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে সেই আগুন কিছুটা বাড়তে থাকে। ওই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা ছুটে গিয়েছেন এবং আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতে সফলতা না আসায় খবর দেওয়া হয়েছিল দমকলবাহিনীকে। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যেহেতু সুখা মরসুম এবং পার্শ্ববর্তী বেড়ার ঘর। কিন্তু বাঁশ ঝাড় রয়েছে সেহেতু আশঙ্কা করা হচ্ছিল বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত। তাই দ্রুত দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে রক্ষা পায় সমগ্র এলাকা।