আগরতলা, ৩১ ডিসেম্বর: তীব্র কর্মী সংকটে ধুকছে বিশালগড় জিআরপি থানা। মোট চার জন পুলিশ কর্মী দিয়ে চলছে থানা। এমতাবস্থায় নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও একাংশ দপ্তর এখনো ফাঁকা, নেই কর্মী।

এবিষয়ে জিআরপি থানার ওসি সুবোধ দের্ববমা বলেন, বিশালগড় রেল স্টেশনের জিআরপি থানায় ওসি সহ মোট চারজন পুলিশ কর্মী দায়িত্বে রয়েছেন। তার মধ্যে দুইজন মহিলা পুলিশ রয়েছেন। কর্মী স্বল্পতার কারণে থানা চলছে না।

তিনি আরও বলেন, তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। জিআরপি থানা যখন শুরু হয়েছিল তখন মোট ১৩ জন পুলিশ কর্মী ছিলেন। এখন মাত্র চারজন। এমনকি পুলিশ কর্মীর স্বল্পতার কারণে মঙ্গলবার সকালে রেল আসলেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালনে কেউ ছিলেন না। নিজ মুখেই একথা স্বীকার করেন ওসি। তাঁর কথায়, এবিষয়ে একাধিকার দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধান করে নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *