আগরতলা, ৩১ ডিসেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইককে ধাক্কা দেয়। তাতে বাইকটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ওই দূর্ঘটনায় বাইক চালক অল্প বিস্তর আহত হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুরে থানায় খবর আসে কমলপুর হাসপাতাল রোড একটি ওষুধ দোকানের সামনে যান দূর্ঘটনা ঘটে। আজ দুপুরে টিআর০১সিএ০৭৪৯ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের কর্মচারী কৌশিক দাসের বাইকের উপর গাড়ি উঠিয়ে দেন। ওই গাড়ির মালিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারাশঙ্কর আচার্য। এতে বাইক চালক অল্প বিস্তর আহত হয়েছে। কিন্তু দূর্ঘটনায় তার বাইক একেবারে দুমড়ে মুচড়ে যায়।

