কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): ফের তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সন্দেশখালি থেকে বাংলাদেশি অবপ্রবেশ নিয়ে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বলেছেন, “তৃণমূলের গুণ্ডারা সেখানে দরিদ্র মানুষের জমি জোর করে দখল করেছে। আমরা শীঘ্রই সেখানে আর জি কর-এর মতোই প্রতিবাদ দেখতে পাব।”
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি বলেছেন, “বিএসএফ অনুপ্রবেশকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরে, পুলিশ কেন তাদের ছেড়ে দেয় এবং বিশদ তদন্ত করে না? সারা বিশ্ব থেকে মানুষ পশ্চিমবঙ্গে তৈরি ভুয়ো আইডি পাচ্ছে এবং দেশ ও বিশ্বে ঘুরে বেড়াচ্ছে।”