আগরতলা, ৩০ ডিসেম্বর : বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বেরিমুড়া সূর্য চৌমুহণী এলাকার এক জঙ্গল থেকে চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশ।
অভিযানের নেতৃত্বে ছিলেন বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সহ পুলিশ বাহিনী। তবে পুলিশের অভিযানের বিষয় আঁচ করতে পেরে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে, এই চোরাকারবারীরা দীর্ঘদিন যাবত এই এলাকায় কাঠ চোরা করবার করে আসছে। অবশেষে তাদের চোরা কারবারের ডেরায় হানা দিল পুলিশ। উদ্ধার করল চোরাই কাঠ।