আগরতলা, ৩০ ডিসেম্বর: শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ এক গৃহবধূ। ওই ঘটনাকে ঘিরে বিলোনিয়া চাঞ্চল্য ছড়িয়েছে। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ মামলা দায়ের করেছেন।
স্বামী তাপস দাস জানিয়েছেন, গত তিন বছর আগে তাপস দাসের সাথে প্রতিমা দত্ত দাসের সামাজিক মতে বিয়ে হয়েছিল। কিন্তু গত শুক্রবার কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখতে পান তিনি স্ত্রী বাড়িতে নেই। কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গিয়েছে। সাথে সাথে তার বাপের বাড়ি সহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর দেওয়া হয়েছে। কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার রাতেই বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু চারদিন অতিক্রান্ত হয়ে গেলেও তাকে খোঁজে বের করতে পারছে না পুলিশ। তিনি আরও জানিয়েছেন, তার ঘর থেকে নগদ ১৭ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় স্ত্রী।