ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৩০ ডিসেম্বর: আজ ছাত্রযুব ভবনে এসএফআই- এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে কর্মসূচী পালন করা হয়েছে। তাছাড়া, সাব্রুমস্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি অফিসে
ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫ তম প্রতিষ্ঠা দিবসে সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুণ দেব বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় বিট্রিশ শৃঙ্খল থেকে মুক্তি দিতে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন সময়ে বিট্রিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্ররা লড়াইয়ে এগিয়ে এসেছিল। তারপর থেকে ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র ফেডারেশন কাজ করা শুরু করেছিল।

এদিন তিনি আরও বলেন, আজ ছাত্র ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবস। এই ৫৪ বছরের দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ছাত্র ফেডারেশন এগিয়ে গিয়েছে।

এদিকে, ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫ তম প্রতিষ্ঠা দিবসে সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাব্রুমস্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি অফিসে। এদিন উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক প্রশান্ত লস্কর,ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির সভাপতি কিশলয় শীল,ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *