নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): ফের বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোমবার এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন “আমি একটি প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করছি। প্রকল্পের নাম পূজারি গ্রন্থি সম্মান যোজনা। এই প্রকল্পের অধীনে মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের ‘গ্রন্থিদের’ সাম্মানিক দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাদের প্রতি মাসে প্রায় ১৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।”
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “পূজারি গ্রন্থি সম্মান যোজনার অধীনে, প্রতি মাসে মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বারের ‘গ্রন্থিদের’ সাম্মানিক দেওয়া হবে। তাদের প্রতি মাসে প্রায় ১৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে…এই স্কিমের জন্য রেজিস্ট্রেশন আগামীকাল শুরু হবে। এই স্কিমের রেজিস্ট্রেশন শুরু করতে আমি আগামীকাল কনট প্লেসের হনুমান মন্দির পরিদর্শন করব।”