নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর: ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসামুকর এডিসি ভিলেজের গজ এলাকার জনগণ দীর্ঘদিন যাবত পানীয় জলের সংকটে ভুগছেন। এই এলাকায় ৩৫টি পরিবার রয়েছে। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে জনজাতি দরদী এডিসির ক্ষমতাসীন দল তিপ্রা মথা দলের প্রার্থী এবং স্থানীয় এম.ডি.সি তথা এডিসির ই এম রবীন্দ্র দেব্বর্মা গজ এলাকার জনগণকে নির্বাচনের পর পানীয় জলের সমস্যা সমাধান করে দেবেন অর্থাৎ বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হন এবং পরবর্তী সময়ে সরকারের অংশ হন সিমনার বিধায়ক মন্ত্রীও হন কিন্তু গজ এলাকার জনগণের পানীয় জলের সমস্যা আজও সমাধান হয়নি বলে অভিযোগ।
ত্রিপুরা রাজ্য সরকারের প্রতিমন্ত্রী বৃষকেতু দেব্বর্মা ,এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা ক্ষমতা পেয়ে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন, তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনে করিয়ে দিলেন গজ এলাকার পানীয় জলের সমস্যার শিকার এক ব্যাক্তি। পাশপাশি ডি.ডব্লিউ.এস এবং রাজ্য সরকারের নিকট গজ এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করার আবেদন জানান। এখন দেখার উক্ত এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে সংশ্লিষ্ঠ দপ্তর, প্রতিমন্ত্রী, এডিসির ই.এম কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা ।