নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর:
নিখোঁজ অভিযোগ করার নয় দিন অতিক্রান্ত হতে চললেও খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেকে। অসহায় বৃদ্ধ পিতা-মাতা নিজের একমাত্র ছেলে’কে ফিরে পেতে তেলিয়ামুড়া থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে রাজ্য সরকারের কাছে অশ্রু সজল নয়নে আর্জি জানালো।
খবরে প্রকাশ, চলতি মাসের ১০ তারিখ তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় অভিজিৎ দাস নামে এক যুবক। এরপর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করে তার সন্ধান না পেয়ে চলতি মাসের ২০ তারিখ তেলিয়ামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে।
নিখোঁজ ডায়েরি করার নয় দিন অতিক্রম হলেও, এখনো পর্যন্ত অভিজিতকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এরই মধ্যে অসহায় বৃদ্ধ পিতা-মাতা নিয়মিত থানায় যাতায়াত করলেও পুলিশ তাদের ছেলে অভিজিৎ-কে উদ্ধারে এখনো পর্যন্ত সম্পূর্ণ রূপে ব্যার্থ। তাছাড়া তাদের অভিযোগ হচ্ছে, থানা থেকে কোন প্রকারের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না।
সংশ্লিষ্ট বিষয়ে পুত্র’কে বাড়িতে ফিরে পাবার আশায় রীতিমতো নাওয়া খাওয়া ভুলে রাতদিন এক করে পথের দিকে তাকিয়ে রয়েছে অভিজিতের বাবা এবং মা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বারবার রুদ্ধ হয়ে যাওয়া কন্ঠে অভিজিতের বাবা এবং মা দাবি করছিলেন, তাদের ছেলে নিখোঁজ হয়েছে, প্রশাসনের দারস্ত হয়েছেন, তবে পুলিশ প্রশাসন ন্যূনতম সাহায্য করছে না।
অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বিষয়ে রীতিমতো কর্ণপাত করতেই নারাজ তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে গোটা তেলিয়ামুড়া থানার পুলিশ।
এবার উপায়ান্তর না দেখে অভিজিতের পরিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন। এখন দেখার বিষয় অভিজিতের বিষয়ে খোঁজ খবর বার করতে প্রশাসনের তরফ থেকে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয় কিনা।