নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার তাঁর অস্থি বিসর্জন দেওয়া হলো যমুনা বক্ষে। এদিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার তাঁর অস্থি নিয়ে পৌঁছন গুরুদ্বার মজনু কা টিলার কাছে যমুনা নদীর তীরে।
জানা গেছে, অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে পাঠ-কীর্তনের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন মনমোহন-পত্নী গুরশরণ কৌর। তাঁকে হুইলচেয়ারে আনা হয় গুরুদ্বারে। তারপরে যমুনার অস্থি ঘাটে মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন দেন তাঁর পরিবার-পরিজনরা।