নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ ডিসেম্বর:
কৈলাসহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ৫৩ টি বুথ রয়েছে। এই ৫৩টি বুথে বিজেপি দল নতুন বুথ সভাপতি নিয়োগ করেছে। এই নতুন বুথ সভাপতিদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী টিংকু রায়। রবিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানটি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের হলঘরে অনুস্টিত হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুস্টানের সূচনা করেন টিংকু রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী তথা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন সাহা, চন্ডীপুর মন্ডলের নব নিযুক্ত মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, বিজেপি নেতা শ্যাম কুমার সিনহা সহ আরও অনেকে।
৫৩টি নতুন বুথ সভাপতিদের উত্তরীয় পড়িয়ে ফুল এবং ভারত মাতার ছবি হাতে তোলে দিয়ে বরন করেন মন্ত্রী টিংকু রায়। সংবর্ধনা অনুষ্ঠানে দলের চন্ডীপুর মন্ডলের প্রতিটি মোর্চার মন্ডল সভাপতি সহ বরিস্ট বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিমল কর। অনুস্টান চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে টিংকু রায় জানান যে, সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিজেপি দলের সংগঠন পর্ব চলছে। এরই অংগ হিসাবে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রেও চলছে। সাম্প্রতিক কালে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের ৫৩টি বুথে নতুন বুথ সভাপতি এবং চন্ডীপুর মন্ডলের নতুন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন। তাদের সকলকে একসাথে দলের বরিস্ট নেতাদের পরিচয় করানোর জন্যই এই অনুস্টান করা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়ং ইন্ডিয়া তথা যুব ভারতের যে ডাক দিয়েছেন তা শুধু মুখেই নয় কাজে দেখানো হচ্ছে।