কিং কাপ ইন্টারন্যাশনাল: সেমিফাইনালে হেরে গেলেন লক্ষ্য সেন

শেনজেন, ২৯ ডিসেম্বর (হি.স.) : ভারতের লক্ষ্য সেন উদ্বোধনী কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনের সেমিফাইনালে হেরে গেছেন।শনিবার শেনজেনে পুরুষ একক বিভাগে বর্তমান বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন চীনের হু ঝিয়েনের কাছে সরাসরি গেমে হেরেছেন ।

আলমোড়ার ২৩ বছর বয়সী এই যুবক কঠোর লড়াই করেছিলেন কিন্তু নিরলস হুকে কাটিয়ে উঠতে পারেননি, একটি রোমাঞ্চকর প্রতিযোগিতায় ১৯-২১, ১৯-২১ এ হেরে যান। ১৮ বছর বয়সী হু, যিনি ২০২২ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *