কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.) : রবিবার ভারতীয় মহিলা দলের কোচ জোয়াকিম আলেকজান্ডারসন বেঙ্গালুরুতে পাডুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে মালদ্বীপের বিরুদ্ধে ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৩ সদস্যের একটি দল ঘোষণা করেছেন।
স্কোয়াড, গোলরক্ষক: হেমপ্রিয়া সেরাম, মাইবাম লিন্থোইঙ্গাম্বি দেবী, নন্দিনী।
ডিফেন্ডার: অরুণা বাগ, জুহি সিং, জুলি কিষাণ, সঙ্গীতা বাসফোর, সঞ্জু, শিবানী টপ্পো, সোরোখাইবাম রঞ্জনা চানু, তোইজাম থোবিসানা চানু, ভিক্ষিত বারা।
মিডফিল্ডার : গ্রেস ডাংমেই, কাজল ডিসুজা, নেহা, নোংমিকাপাম সিবানি দেবী, নিতু লিন্ডা, রিম্পা হালদার।
ফরোয়ার্ড: লিংডেকিম, লিন্ডা কম সার্তো, পূজা, প্যারি জাক্সা, সিমরান গুরুং।
কোচ: জোয়াকিম আলেকজান্ডারসন।
সহকারী প্রশিক্ষক: নিবেথা রামাদোস
গোলরক্ষক কোচ: দীপঙ্কর চৌধুরী, হামিদ কেকে
দুটো ম্যাচই শুরু হবে বিকাল ৩ টের সময়।