নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর:
চন্ডিপুর ব্লকের সমরুপাড় পঞ্চায়েতের ভটেরবাজার এলাকায় বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি পার্ক সরকারী অবহেলায় সংস্কারের অভাবে অযত্নে পরে আছে। শিশু দের মনন বিকাশে ২০০১ সালে বহু লক্ষ টাকা ব্যয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইয়ের নামে এই পার্কটি তৈরি করেছিল গৌরনগর ব্লক। সামনে বিশ্ব কবির মর্মর মূর্তি দাঁড়িয়ে আছে। তাছাড়া শিশুদের মন বিকাশে অনেক কিছুই রয়েছে।
খুবই করুণ দশায় দাঁড়িয়ে আছে গীতাঞ্জলি পার্কটি। পার্কটি পুনরায় সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, দাবি স্থানীয়দের।