আগরতলা, ২৯ ডিসেম্বর : বেকারদের কর্মসংস্থান এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করার দাবি সহ নেশার বিরুদ্ধে প্রতিবাদে সরব ডিওয়াইএফআই।
প্রসঙ্গত, রাজ্যব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে ডিওয়াইএফআই। এর মধ্যে রয়েছে বেকারদের কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করার দাবি এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। এই রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার বামপন্থী এই যুব সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই পদযাত্রা হাঁপানিয়ায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রতি বড়দোয়ালী স্কুল প্রাঙ্গনে শেষ হয়। এই পদযাত্রায় সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।