সংবিধান আমাদের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ বলেন যে সংবিধান আমাদের পথপ্রদর্শক। ২৬ জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর পূর্ণ হচ্ছে।

মন কি বাতের ১১৭তম পর্বে, প্রধানমন্ত্রী বলেন ২০২৫ সালের ২৬ জানুয়ারি, আমাদের সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর হতে চলেছে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, সংবিধান আমাদের জন্য পথপ্রদর্শক।

আমাদের সংবিধান-নির্মাতারা আমাদের যে সংবিধান দিয়ে গিয়েছেন তা কালের প্রবাহে প্রতিটি মানদণ্ডে সাফল্য পেয়েছে। সংবিধান আমাদের জন্য এক দিশারী আলোকবর্তিকা, আমাদের পথপ্রদর্শক। ভারতের সংবিধানের কারণেই আমি আজ এখানে পৌঁছেছি, আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। তিনি বলেন, এই বছর ২৬ নভেম্বর, সংবিধান দিবস থেকে এক বছর ধরে চলবে এমন অনেক কাজ শুরু হয়েছে। দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার জন্য এক বিশেষ ওয়েবসাইটও বানানো হয়েছে। এতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করে নিজের ভিডিও আপলোড করতে পারেন। আলাদা-আলাদা ভাষায় সংবিধান পাঠ করতে পারেন, সংবিধানের ব্যাপারে প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন। মন কি বাতের শ্রোতাদের কাছে, স্কুলপড়ুয়া বাচ্চাদের কাছে, কলেজে যাওয়া যুবক-যুবতীদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে দেখুন, এর অংশ হয়ে উঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *