নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর:
রাজধানী আগরতলা শহরের ধলেশ্বরের অঙ্গ সঞ্চালনী ক্লাবের উদ্যোগে রবিবার ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার।
অঙ্গসঞ্চালনী ক্লাবের উদ্যোগে রবিবার ক্লাব গৃহে এক স্বেচ্ছায় রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে স্বল্পমূল্যে বিভিন্ন রক্ত পরীক্ষার ব্যবস্থা রাখা হয়।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী অমর্ত্যানন্দ মহারাজ ,আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সেন্টুলাল দেব, সম্পাদক উত্তম কুমার সাহা সহ অন্যান্যরা।
রক্তের প্রয়োজনের সময় এরকম রক্তদান শিবিরের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন রক্তের কোন বিকল্প নেই। যারা রক্তদান করছেন তারাই হলো রক্তের বিকল্প বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।