ভোপাল, ২৯ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ১৬ ঘণ্টা পর যখন বালককে উদ্ধার করা হলো গভীর কুয়ো থেকে, ততক্ষণে সব শেষ। উদ্ধারকাজের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানিয়ে দেন। রবিবার সকালে কুয়ো থেকে বছর দশেকের বালক সুমিতকে উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গ্রামবাসীরা। কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকলো না। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, মধ্যপ্রদেশের গুনা জেলার রাঘোগড়ের পিপলিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গভীর কুয়োয় পড়ে যায় দশ বছরের সুমিত। উদ্ধার কাজে আনা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।