দুবাই, ২৮ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার রাতে দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার পুরস্কার অনুষ্ঠান। সেরা খেলোয়াড়ের জন্য ১৮ জনের তালিকা থেকে বেছে নেওয়া হয় গ্লোব সকার পুরস্কারের সেরা খেলোয়াড়কে। এই তালিকায় ছিলেন এবারের ব্যালন ডি’অরজয়ী রদ্রির নামও। ছিলেন আরো অনেকে। রদ্রির সঙ্গে বেশ ভালো লড়াই হয়েছে ভিনিসিয়ুসের। তবে শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে গ্লোব পুরস্কার সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভিনিসিয়ুস।
শুধু সেরা খেলোয়াড়ের পুরস্কারই নয়, আরও একটি পুরস্কার জিতেছেন ব্রাজিলের এই তারকা। সেরা ফরোয়ার্ডের দৌড়ে যে ১০জন ছিলেন সবাইকে পেছনে ফেলে এ বছরের সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র।