আগরতলা, ২৮ ডিসেম্বর : এক পাম্প অপারেটরকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠলো শাসক দলের নামধারী দুই আমলার বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মেলাঘরের তেলকাজলা ওই পাম্প অপারেটর।
ঘটনার বিবরণে জানা গেছে, মেলাঘর তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায় এক পাম্প অপারেটরের উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে শাসক দলের নামধারী পিন্টু ঘোষ, তুফান সরকার। ওই পাম্প অপারেটরের নাম শ্যামল দাস।
প্রসঙ্গত, ২০০০ সালে পাম্প অপারেটরের কাজে যোগদান করেন শ্যামল দাস। গত কিছুদিন পূর্বে প্রবল বন্যায় তেলকাজলা এলাকার পাম্প অফিসটি গোমতীর জলে তলিয়ে যায়। পাম্প অপারেটর শ্যামল দাস ব্লক সহ একাধিক অফিসে দ্রুত নতুন অফিস তৈরি করানোর জন্য লিখিতভাবে আবেদন করেন। কিন্তু এলাকার শাসক দলের নামধারী পিন্টু ঘোষ, তুফান সরকার শ্যামল দাসের সেই পাম্প অপারেটরের চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করার চাপ সৃষ্টি করছেন। পাশাপাশি ৫০০০০ টাকা পাম্প কাছ থেকে দাবি করে। এছাড়াও জোরপূর্বক শ্যামল দশকে চাকরির পদত্যাগ পত্রের কাগজে সই করিয়ে নেন।
আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সহায়তা পেতে কাছে পাম্প অপারেটর সহ তার পরিবারের আর্তনাদ করছেন। অসহায় পাম্প অপারেটর শ্যামল দাস শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ প্রফেসর মানিক সাহাকে উক্ত বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।