BRAKING NEWS

বিশালগড়ে পৃথক পৃথক তিনটি যান দূর্ঘটনায় আহত মোট সাত

আগরতলা, ২৮ ডিসেম্বর: শনিবার সকালে বিশালগড় মহকুমায় পৃথক পৃথক তিনটি যান দূর্ঘটনায় আহত হয়েছেন মোট সাতজন। বর্তমানে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। 

প্রসঙ্গত, সচেতনতা অনুষ্ঠান চালিয়ে গেলেও যান দুর্ঘটনা হ্রাসের কোন চিত্র দেখা যাচ্ছে সিপাহীজলা জেলায়।  শনিবার সকালেই কয়েক ঘন্টার মধ্যে তিনটি যান দূর্ঘটনায় আহত হয়েছে সাতজন। সাত সকালে বিশালগড় বাইপাস এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে একটি অটো। আহত হয় দুই জন। এরপর সংগঠিত হয় আরও দুটি সড়ক দূর্ঘটনা। বিশালগড় ব্রজপুর সড়কে টিআর০১আর৬৯৭২ নম্বরের বাইকের সাথে টিআর০৭জি৯৫০২ নম্বরের আরেকটি বাইকের সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ফারুক ইসলাম, সোহেল মিয়া ও অভিষেক দেবনাথ নামের তিন যুবক। পরবর্তীতে দমকলকর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ওই দিনই দমকলকর্মীরা ফিরে আসার পথে অপর আরেকটি যান দুর্ঘটনার খবর আসে। ওই যান দূর্ঘটনাটি বিশালগড় বাইপাসে টিআর০১জি৯৮৬৮  নম্বরের বাইক ও টিআর০১এএক্স৬৪০৫ নাম্বারের বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে সুমন মিয়া ও রাকেশ মিয়া গুরুতরভাবে আহত হয়। আহতদের দুইজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা ।  বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *