আগরতলা, ২৮ ডিসেম্বর: ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের পক্ষ থেকে আজ আগরতলা দশমীঘাট এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, এবং মেয়র দীপক মজুমদার।
প্রসঙ্গত, রাজ্যে শীতের প্রকোপ এখনো জারি রয়েছে। আর এই শীতের মরশুমে দুস্থদের পাশে দাঁড়ালো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশন। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা দশমী ঘাট এলাকায় সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে প্রায় ৪০০ টি কম্বল বিতরণ করা হয়।
এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছে। দেশের গৃহ মন্ত্রী পর্যন্ত ব্রু রিয়াং শরণার্থী শিবিরে গিয়ে তাদের প্রকৃত দুর্দশার চিত্র প্রত্যক্ষ করছেন। এবং তাদের পানীয় জল বাসস্থান ও যোগাযোগ সহ বিভিন্ন উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে কেন্দ্র সরকার। যা এখন বেড়ে প্রায় ৮০০কোটি টাকা হয়েছে। রাজ্যের ইতিহাসে কোনদিনই এইভাবে দেশের গৃহ মন্ত্রী এসে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করতে দেখা যায়নি। পাশাপাশি এদিন উদ্যোক্তাদের এধরনের সামাজিক কার্যকলাপ বজায় রাখার পরামর্শদেন মুখ্যমন্ত্রী।