আগরতলা, ২৮ ডিসেম্বর: রাজনগর বাইতুল আমান জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে রোটারেক্ট ক্লাব অব্ আগরতলা সেন্ট্রালের ও রোটারি ক্লাব অব আগরতলা সিটির পরিচালনায় রাজনগরে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
আজ রাজধানী আগরতলা শহর সংলগ্ন রাজনগর এলাকায় বাইতুল আমান জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটির পরিচালনায় এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওসব পত্র বিতরণ করা হয়।
রোটারি ক্লাবের কর্মকর্তারা জানান, সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই তারা এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। তারা সারা বছরই গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য শিবির সহ নানা সামাজিক কর্মসূচি করে থাকেন বলে জানান। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই রাজনগরে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।