আগরতলা, ২৮ ডিসেম্বর: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করে নিচ্ছে। আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।
ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। আজ সকালে বিএসএফ এবং জিআরপি পুলিশের হাতে আটক একজন বাংলাদেশি নাগরিক। তিনি ঢাকার বাসিন্দা ইব্রাহিম সরকার।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে বহি:রাজ্যে যাবে এক বাংলাদেশী নাগরিক। ওই খবরের ভিত্তিতে জিআরপি আগরতলা রেলস্টেশনে উৎ পেতে বসে থাকে। ওই সময়ই জিআরপি তাকে আটক করে।