আগরতলা ২৬ ডিসেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ। বংশীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে যৌথ বাহিনী। এদিন প্রায় ৯৬ হাজার গাঁজা গাছ নষ্ট করতে সক্ষম হয়েছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে সরলারি জায়গায় দখল করে বংশীবাড়ি এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ, টিএসআর সহ অন্যান্য বাহিনীর অভিযানে প্রায় ৯৬ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি।