হায়দরাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি বৃহস্পতিবার হায়দরাবাদে তেলেগু অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করেছেন। চলচ্চিত্র প্রযোজক সুরেশ বেবি, কে এল নারায়ণ, দামোধর, বিভিএসএন প্রসাদ, চিন্না বাবু, সুধাকর রেড্ডি; চলচ্চিত্র পরিচালক কর্তলা শিবা, অনিল রবিপুদি, কে রাঘবেন্দ্র রাও, প্রশান্ত বর্মা; শিল্পী নাগার্জুন, শিব বালাজি, ভেঙ্কটেশ প্রমুখ হায়দরাবাদের আইসিসিসি বিল্ডিংয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
সূত্রের খবর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি তেলেগু অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বৈঠকে বলেছেন, আইন-শৃঙ্খলার বিষয়ে কোনও আপস করা হবে না এবং তেলেঙ্গানা সরকার তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে অবশ্যই দায়বদ্ধ হতে হবে।