আগরতলা, ২৬ ডিসেম্বর: রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০১৮ সালে রাজ্যে পরিবর্তনের পর কৃষকদের উন্নয়নস্বার্থে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যার মধ্যে রয়েছে কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয়করা। আজ জোলাইবাড়ী সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের অনুষ্ঠানে একথা বলেন বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তির বাজার মহকুমাশাসক কে সি গুপ্তা, জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্যসরকার কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত বাম আমলে কৃষকদের কোনো প্রকার সহায়তা করা হতো না। বাম আমলে কৃষকদের ধান উৎপাদন হলে বিশেষ তহবিলের নামে চাঁদা ও ধান সংগ্রহ করতো। বাম আমলে কৃষকদের দিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করতো। বর্তমানসময়ে রাজ্যে পালাবদলের পর রাজ্যসরকার কৃষকদের উন্নয়নস্বার্থে কাজকরেযাচ্ছে।
তাছাড়া, কৃষকদের জন্য কৃষান সন্মান নিধী প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করাহচ্ছে। তার পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারি ভাবে ক্রয় করা হচ্ছে। রাজ্য সরকার কৃষকদের উন্নয়নস্বার্থে বিভিন্ন প্রকারের কৃষিজ যন্ত্রপাতি বিতরন করছে।
এদিন তিনি আরও বলেন, গত আগষ্ট মাসে ভয়াবহ বন্যায় কৃষকরা সবচেয়ে বেশিক্ষতির সন্মুখীন হয়েছে। এই পরিমানে ক্ষতির পরেও কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসের অক্লান্ত পরিশ্রমে কৃষকরা পুনরায় ধান উৎপাদন করে সফলতা অর্জন করেছে। আগামী ৩রা জানুয়ারী পর্যন্ত চলবে এই ধানক্রয়ের কাজ। প্রতি কেজি ২৩ টাকা করে ধান ক্রয়ের কাজ চলছে।