নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি-সহ ৭টি বিভাগে ব্যতিক্রমী কৃতিত্বের অধিকারী ১৭ জন শিশুকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা শিশুরা শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশে নিজেদের কৃতিত্বের জন্য স্বীকৃত হয়েছে। প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরী একটি পদক, একটি সার্টিফিকেট এবং একটি উদ্ধৃতি পুস্তিকা পেয়েছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি মুর্মু বীর বাল দিবসে সাহেবজাদাদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।