আগরতলা, ২৬ ডিসেম্বর: আজ থেকে ঠিক ১০০ বছর আগে এইদিনে জাতির জনক মহাত্মা গান্ধীজি জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আজকে শতবর্ষপূর্ন এই দিনটিকে সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উদযাপন করা হয়েছে। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধী ঘাটে গিয়ে তাঁর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁরা।
এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। প্রসঙ্গত, ভারতীয় জাতীয় কংগ্রেস, ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত, ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা পেতে শুরু করা প্রথম এবং প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। ১৯২৪ সালে বেলগামে অনুষ্ঠিত অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সেই অধিবেশনেই গান্ধীজি অহিংস অসহযোগকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের উপায় হিসাবে ঘোষণা করেছিলেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস বলেন, ডঃ বি আর আম্বেদকর নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -কে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আগামীদিনে এর প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস।