ঢাকা, ২৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। বুধবার রাত ১.৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় দমকল। সচিবালয়ে অবস্থিত দমকলের ইঞ্জিনগুলি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
প্রায় ৬ ঘণ্টা পর দমকলের ১৯টি ইঞ্জিনের প্রচেষ্টায় সকাল ৮.০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে সচিবালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।