উজ্জয়িনী, ২৪ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার ভগবান মহাকালেশ্বরকে দর্শন করলেন দুই অভিনেতা-অভিনেত্রী। এদিন সকালে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবং অভিনেত্রী কীর্তি সুরেশ ভগবান মহাকালেশ্বরের ভস্মারতি দেখেন।
একটি ভিডিওতে অভিনেতা বরুণ ধাওয়ান এবং অভিনেত্রী কীর্তি সুরেশকে দেখা যায়। আসন্ন সিনেমা ‘বেবি জন’-এর সাফল্যের জন্য প্রার্থনা করেছেন তিনি। উল্লেখ্য, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘বেবি জন’। এই ছবি নিয়ে বিখ্যাত পরিচালক অ্যাটলি এবং সিনেমার অন্যান্য কলাকুশলীদের জোরদার প্রচার করতে দেখা যাচ্ছে।