জয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.): দেখতে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে! রাজস্থানের কোটপুটলি জেলায় বোরওয়েলে পড়ে যাওয়া সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে এখনও উদ্ধার করা সম্ভব হল না। তবে, শিশুকন্যাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে।
বোরওয়েল থেকে শিশুকন্যাকে উদ্ধারের বিষয়ে এসডিএম ব্রিজেশ চৌধুরী বলেছেন, “এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রশাসনের দলগুলি উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে৷ এনডিআরএফ দলের উদ্ধারকারী সরঞ্জাম মেয়েটির কাছে পৌঁছেছে এবং তারা তাকে বের করার চেষ্টা করছে৷” এসডিআরএফ জানিয়েছে, আমরা মেয়েটির কাছে পৌঁছনোর চেষ্টা করছি, কিন্তু চারপাশে অনেক মাটির কারণে আমরা এখনও তার কাছে পৌঁছতে পারিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।”
উল্লেখ্য, বাড়ির সামনে খেলা করার সময় সোমবার চেতনা নামে শিশুকন্যাটি ৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায়।