শ্রীনগর, ২৪ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, শীতে জবুথবু ভূস্বর্গের প্রায় সর্বত্রই। পাহাড় থেকে গড়িয়ে আসা জল জমে বরফে পরিণত হয়েছে। ঠান্ডায় জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। মঙ্গলবার সকালে দেখা যায়, ডাল লেকের জলের ওপর বরফের হালকা আস্তরণ পড়ে গিয়েছে।
শ্রীনগরের তাপমাত্রা এখনও হিমাঙ্কের অনেক নীচেই। মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.০ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে কাঁবু রাজৌরির পিরপাঞ্জাল অঞ্চল, যার ফলে পাহাড় থেকে প্রবাহিত জল বরফে পরিণত হয়েছে। রাজৌরি, থান্না মান্ডি, দেরা কি গালি এবং বাফলিয়াজ রোডে বরফ জমে রয়েছে।