আগরতলা, ২৩ ডিসেম্বর: আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রান্তিক উৎসব। চলবে পাঁচ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত। সোমবার প্রান্তিক ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ক্লাবের বলিষ্ঠ কর্মকর্তা ডঃ প্রদীপ ভৌমিক।
এবছর ২৫ ডিসেম্বর থেকে ৫ দিন ব্যাপী প্রান্তিক উৎসবের আয়োজন করা হয়েছে। ধলেশ্বরের ঐতিহ্যবাহী প্রান্তিক ক্লাব দীর্ঘদিন ধরেই প্রান্তিক উৎসব সংগঠিত করে আসছে। ২৫ ডিসেম্বর সকালে নেশা মুক্ত ত্রিপুরা করার আহ্বান জানিয়ে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে। দুপুর বারোটায় হবে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী , সাংসদ রাজিব ভট্টাচার্য এবং বিধায়ক রতন চক্রবর্তীর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সোমবার প্রান্তিক ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তথ্য দিতে গিয়ে ক্লাবের বলিষ্ঠ সদস্য ডঃ প্রদীপ ভৌমিক বলেন প্রান্তিক উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা স্বাস্থ্য শিবিরসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বছরের প্রান্তিক উৎসবের মূল থিম হল নেশা মুক্ত ত্রিপুরা গড়া।
সাংবাদিক সম্মেলনে ড প্রদীপ ভৌমিক বলেন ১৪ থেকে ৩০ বছর বয়সি কিশোর ও যুবকদের মধ্যে নেশার প্রবণতা মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। সে কারণেই রাজ্যকে এবং সমাজকে নেশা মুক্ত করার লক্ষ্যে ব্যাপক প্রচার অভিযানের উদ্যোগ গ্রহণ করেছে প্রান্তিক ক্লাব। পাঁচ দিন ব্যাপী প্রান্তিক উৎসব অবাধ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ক্লাব কর্মকর্তাদের তরফ থেকে সকলের সার্বিক সহযোগিতা আহবান করা হয়েছে।