আগরতলা, ২৩ ডিসেম্বর: আজ কৈলাসহর সার্কিট হাউজে সুশাসন চর্চা নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ কৈলাশহরের সার্কিট হাউজে সুশাসন চর্চা নিয়ে জেলাভিত্তিক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত ১৯ শে ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত গ্রামমুখী প্রশাসনকে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের যে প্রয়াস তার কতটুকু সফলতা এসেছে এ জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা প্রশাসন। এই অনুষ্ঠানটি পৌরহিত্য করেন প্রাক্তন জেলাশাসক ও সমাহর্তা আই, এ, এস, শ্রী ডিং লিয়ানা ডারলং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান জেলা শাসক দিলীপ কুমার চাকমা, মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত জেলাশাসক অর্গ সাহা, সুপারিয়েনডেন্ট অফ পুলিশ আই, এ, এস শ্রীমতি কান্তা জাহাঙ্গীর সহ জেলা সমস্ত দপ্তরের আধিকারিকগণ।