আগরতলা, ২৩ ডিসেম্বর: বিশালগড় বক্সনগর সড়কে কড়ুইমুড়া এলাকায় বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত ২ শিশু সহ ৮ জন ব্যক্তি। এদের মধ্যে আশঙ্কাজন ৪ জনকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে একই অটোতে দুজন শিশু সহ ৫ জন যাত্রী নিয়ে চালক মানিক্য নগরের উদ্দেশ্যে যাওয়ার পথে কড়ুইমুড়া আসামাত্র অপর দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে বিশালগড় উদ্দেশে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অটোর চালক সহ ৬জন যাত্রী এবং বাইক চালক । অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে অটো চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেন। দুর্ঘটনাগ্রস্থ বাইক ও অটো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
আহতরা হলো রামু নমঃ, সুবল নমঃ ,এমডি নাজমুল ইসলাম, শাবনুর বেগম, জুনায়েদ খান, অমিত নমঃ,অসিত দাস, রিঙ্কু দাস।