BRAKING NEWS

ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লির একাধিক এলাকা, উদ্বিগ্ন দিল্লিবাসীরা

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): গত মাস থেকেই দিল্লির বাতাসের গুণমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। রবিবারও ব্যতিক্রম হলো না। দূষণে জেরবার দিল্লির বাসিন্দারা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, এদিন সকালে দিল্লির বেশ কিছু এলাকার বাতাস ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত হয়েছে।

রবিবার সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা। দিল্লির কিছু জায়গার সাম্প্রতিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স: ওখলা ফেজ ২ (৩৮৮), আলিপুর (৪০৭), রোহিণী (৪২৩), আইটিও (৩৮২), অশোক বিহার (৩৩৯), ওয়াজিপুর (৪৩২), শাদিপুর (৩৮৭), মুন্ডকা (৪২৬), জাহাঙ্গীরপুরি (৪৩৭), নরেলা (৪৭২), আনন্দ বিহার (৪২৩)। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *